শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন বিএনপি’র আহ্বায়কের অব্যাহতি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2024-08-14 20:08:32

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন বিএনপি'র আহবায়ক নুর ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে জেলা বিএনপি'র সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন বিএনপি'র আহবায়ক নুর ইসলামকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। দলীয় হাইকমান্ডের নির্দেশে জেলা বিএনপি'র সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাজু স্বাক্ষরিত অব্যাহতির আদেশটি পাঠানো হয়েছে।

লালমনিরহাট জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বার্তা ২৪ কমকে জানান,দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আহ্বায়ক পদ থেকে নুর ইসলামকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর