সেনাবাহিনীর ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2024-08-15 00:05:21

গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপর ন্যাক্কারজনক হামলা ও গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে রাঙামাটি শহরের ভেদভেদী বাজারে এই বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি লোকনাথ মন্দির এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভেদভেদী বাজারে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দেশের দেশ প্রেমিক সেনাবাহিনী যখন একটি অস্থিতিশীল পরিস্থিতির নিয়ন্ত্রণে ব্যাপক কার্যক্রম গ্রহণ করে, ঠিক সেসময় দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে গাড়ি পুড়িয়ে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।

ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারি শেখ হাসিনার নির্দেশেই এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে দাবি করে বক্তারা সেনাবাহিনীর উপর হামলার ঘটনায় শেখ হাসিনাকে হুকুমের আসামি করে মামলা দায়ের করে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ৬নং ওয়ার্ড ছাত্রদল উদ্যোগে আয়োজিত উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যেই বক্তব্য রাখেন, জেলা জাসাসের সভাপতি মো. কামাল উদ্দিন, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহাম্মেদ সাব্বির, ছাত্রদল নেতা অলি আহাদ, আবুল কালাম ছগির, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল হক বাদশা, জেলা যুবদলের সহ-সাংগঠনিক মো. আবছার হোসেন, যুবদল নেতা মিজানুর রহমান, জেলা মহিলাদলের নেত্রী মনোয়ারা বেগম ৬নং ওয়ার্ড যুবনেতা মো. জসিম খান, যুবনেতা শ্রাবন, নগর শ্রমিক দলের নেতা নয়ন, স্বেচ্ছাসেবক দলের নেতা অনুতোষ অন্তু’সহ ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর