ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে পল্টন থানায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকেও গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকেও পল্টন থানার মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।