সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে সুফিয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে ডুবে যাওয়া তার সহোদর আরাফাতের (৫) অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
শুক্রবার (১৬ আগস্ট) উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের পূর্ব কাশিমাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পূর্ব কাশিমাড়ী গ্রামের সোহাগ হোসেনের ছেলে সুফিয়ান (৮) ও আরাফাত (৫) খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে যায়। এসময় তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়ানকে মৃত ঘোষণা করেন এবং আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সুফিয়ানের মা রাশিদা বেগম বলেন, সকালে আমার দুই ছেলে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে যায়। আমি দৌড়ে পুকুরে নেমে পড়ি কিন্তু অনেক দূর চলে যাওয়ায় আমি খুজে পাচ্ছিলাম না এবং চিৎকার করে লোকজন ডাকি। তখন কয়েকজন এসে তাদের উদ্ধার করে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সুফিয়ানের মৃত্যু হয়েছে। আরাফাতের অবস্থাও সংকটাপন্ন। তাকে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়েছে।