বাংলা বানান শুদ্ধি অভিযানে 'কাকতাড়ূয়া'

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 03:54:58

ভাষার মাসের প্রতি শ্রদ্ধা রেখে ‘বাংলা বানান শুদ্ধি’ অভিযান শুরু করেছে সিলেটের স্থিরচিত্র ও চলচ্চিত্রবিষয়ক সংগঠন 'কাকতাড়ূয়া।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট নগরীর রিকাবীবাজার এলাকা থেকে এই ব্যতিক্রমী অভিযানের শুরু করে কাকতাড়ূয়ার। এতে সংগঠনটির প্রায় ৩০ জন সদস্য বানান শুদ্ধি অভিযানে অংশ নেন।

২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি প্রথম বানান শুদ্ধি অভিযান শুরু করে কাকতাড়ূয়া। গত কয়েক বছরে অনেকবার এ কর্মসূচি চলেছে। বানান শুদ্ধি অভিযান নগরীর বিভিন্ন মুদি দোকান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অনেক সাড়া ফেলেছে।

কাকতাড়ূয়ার সভাপতি ফয়সাল খলিলুর রহমান বলেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা। সামান্য অসচেতনতার জন্য অনেক ক্ষেত্রে প্রাপ্য মর্যাদা দিতে পারি না। এর সবচেয়ে বড় উদাহরণ বাংলা বানানের ভুল। রাস্তাঘাট, অফিস-আদালত, দোকান, বিলবোর্ড, সাইনবোর্ড থেকে শুরু করে ফেসবুকে পর্যন্ত ভুল বানানের ছড়াছড়ি। তাই ঠিক করেছিলাম, এসব ভুলের বিপরীতে একটা সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করব।‘

এ সম্পর্কিত আরও খবর