৪ ফেব্রুয়ারি দেশে ফিরতে চান এরশাদ

ঢাকা, জাতীয়

সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট | 2023-08-25 18:29:41

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। ৪ ফেব্রুয়ারি দেশে ফিরতে চান বলে এরশাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দেশে ফেরার সিডিউল ধরে ৬ ফেব্রুয়ারি রংপুর যাওয়ার কর্মসূচি রাখা হয়েছে। রংপুরের বাসভবনের সংস্কার করা হচ্ছে সেই কাজ দেখতে এরশাদের রংপুর যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

হুসেইন মুহম্মদ এরশাদের এপিএস মঞ্জুরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, স্যার (এরশাদ) আগের চেয়ে যথেষ্ট ভালো, একাকি হাঁটাচলা করতে পারছেন। ক্ষুধামন্দাও কেটে গেছে। স্বভাবসুলভ কাজগুলো করার জন্য উদগ্রীব হয়ে আছেন। দ্রুত দেশে ফিরতে চান। তবে ডাক্তার তাকে আরও সপ্তাহখানেক সেখানে অবস্থানের পরামর্শ দিয়েছেন।

মঞ্জুরুল ইসলাম বলেন, এখন হাসপাতালে ভর্তি থাকার আর প্রয়োজনীয়তা নেই। সে কারণে আজ-কালের মধ্যে হোটেলে উঠবেন। সেখান থেকে রুটিন চেকআপ করাবেন। আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, রংপুরে বাসার কাজের অগ্রগতি জানতে চেয়েছেন। দেশে ফিরে বাড়ির কাজ দেখতে যাবেন।

রংপুর শহরে অবস্থিত এরশাদের ব্যক্তিগত আবাস ‘পল্লী নিবাস’ সংস্কার করে তিনতলা ভবন গড়া হচ্ছে। এতোদিন বাউন্ডারির মধ্যে আলাদা আলাদা ভবন ছিলো, হুসেইন মুহম্মদ এরশাদ থাকতেন দ্বিতল ভবনে। আর পিএসসহ অন্য স্টাফদের জন্য ছিলো একতলাবিশিষ্ট ভবন। এখন সবগুলো ভেঙ্গে তিনতলা কমপ্লেক্স করা হচ্ছে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন এরশাদের সঙ্গে অবস্থানকারী এরশাদের পিএস জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার বার্তা২৪.কমকে বলেছেন, স্যার (এরশাদ) এখন অনেক ভালো আছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ৪ ফেব্রুয়ারি দেশে ফেরার প্রস্তুতি রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর