কক্সবাজার ফিশারীঘাটে ভেসে আসল শিশুর মরদেহ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2024-08-24 19:02:46

কক্সবাজারের রামুর বাকখাঁলী নদীতে ভেসে আসা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুর নাম মোঃ জুনাইদ। কক্সবাজার ফিশারী ঘাটে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়া গ্রামের কবির আহমদের ছেলে৷

জানা গেছে, শনিবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার ফিশারী ঘাটে ভাসমান শিশুর লাশটি দেখে প্রশাসনকে খবর দেয়।

স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আবু বকর ছিদ্দিক জানান, গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পাশ্ববর্তী বাকখাঁলী নদীর তীরে কাঠ ধরতে গিয়ে মোঃ জুনাইদ পানিতে ভেসে যায়। দীর্ঘ ৫৪ ঘন্টা পর তার মৃতদেহ পাওয়া যায়।

কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক উইলিয়াম বলেন, জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে একটি মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে মরদেহটি অজ্ঞাত ছিলো। পরে মরদেহটির পরিচয় পাওয়া যায়।

এ সম্পর্কিত আরও খবর