ডা. জাহিদের নেতৃত্বে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটি গঠন

, জাতীয়

স্টাফ করসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-24 20:18:45

বন্যার্তদের সহযোগিতা ত্রাণ সংগ্রহে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে আট সদস্যর কমিটি গঠন করেছে দলটি।

শনিবার (২৪ আগষ্ট) সন্ধায় বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানায়।

বিএনপির এই সিনিয়র যুগ্ন মহাসচিব বলেন, দেশের পূর্বাঞ্চলে প্রলয়ঙ্কারী বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার, বাচ্চাদের কাপড়, মোমবাতি, দেশলাই, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ঔষধ দলের নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংগ্রহ করবে। দেশের সর্বস্তরের জনগণকে বন্যার্তদের সাহায্যার্থে সাধ্যানুযায়ী উল্লিখিত ত্রাণ সামগ্রী নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রদান করার জন্য একান্ত অনুরোধ করা হয়েছে।

ত্রাণ সংগ্রহ কাজকে গতিশীল করার জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে আট সদস্যর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য সচিব করা হয়েছে যুগ্ন মহাসচিব আব্দুস সালামকে সদস্য সচিব, সদস্য করা হয়েছে কেন্দ্রীয় মহিলা দলের সদস্য আফরোজা আব্বাস, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারবেজ রেজা কাকন, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদল নেতা রেজাউল করিম, সেচ্ছাসেবক দলের নেতা ইয়াসিন আলী ও ছাত্রদল নেতা আবু আফসান।

এ সম্পর্কিত আরও খবর