আদালত ও আইনজীবীদের দুষলেন স্বাস্থ্যমন্ত্রী

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-19 18:05:20

মানহীন কিছু বেসরকারি মেডিকেল কলেজ উচ্চ আদালত থেকে শিক্ষার্থী ভর্তির অনুমোদন নিয়ে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ জন্য আদালতে ওই কলেজগুলোর পক্ষে দাঁড়ানো আইনজীবীদের ব্যাপারেও প্রশ্ন তোলেন মন্ত্রী। মোহাম্মদ নাসিম বলেন, শুধু টাকার জোরে বড় বড় আইনজীবী ধরে মিথ্যা তথ্য দিয়ে এসব মানহীন মেডিকেল কলেজ আদালত থেকে ভর্তির আদেশ নিয়ে আসছে। সরকার দলীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, নীতিমালা মেনেই বেসরকারি মেডিকেল কলেজের অনুমতি দেওয়া হয়। অনুমোদন পাওয়া এসব কলেজের সামগ্রিক কার্যক্রমও কঠোরভাবে মনিটরিং করা হয়। তবে কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে যাদের কোনো নিজস্ব ক্যাম্পাস, শিক্ষক, পাঠাগার, ল্যাব কিছুই নেই। এজন্য গত তিন বছর ধরে এসব কলেজে শিক্ষার্থী ভর্তির অনুমোদন স্থগিত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ধরনের কয়েকটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ উচ্চ আদালতে যায়। আদালতে মিথ্যা তথ্য দিয়ে শিক্ষার্থীদের ভর্তির আদেশ নিয়ে আসে। এখন তারা আমাদের ওপর চাপ দিচ্ছে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিতে। কিন্তু আমরা কোনো মানহীন মেডিকেল কলেজকে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেবো না। জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হৃদরোগীর সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে। এ কারণে সরকার প্রত্যেকটি বিভাগীয় শহরে একটি করে স্বতন্ত্র হৃদরোগ বিশেষায়িত হাসপাতাল (উন্নতমানের হার্টের চিকিৎসার জন্য) পর্যায়ক্রমে স্থাপনের পরিকল্পনা রয়েছে। আধুনিক প্রযুক্তিসম্বলিত ওইসব হাসপাতালে উন্নতমানের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, রোহিঙ্গা শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনতে কর্মসূচি নেওয়া হয়। সরকারের সহায়তায় সেনাবাহিনী ও ইউএনএইচসিআর বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গা শরনার্থী শিবিরে জন্ম নেওয়া নবজাতকসহ অন্য রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে।

এ সম্পর্কিত আরও খবর