বিএনপি মুসলিম লীগের ধারাবাহিকতার মধ্যেই আছে

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 11:50:59

জাতীয় সংসদ ভবন থেকে: একাদশ সংসদ নির্বাচনে বিএনপি ৮টি আসন তাদের রাজনীতির মেন্টর মুসলিম লীগের ধারাবাহিকতার মধ্যেই রয়েছে বলে মন্তব্য করেছেন নওগাঁ-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার। তিনি বলেছেন, বিএনপি নেতাদের হতাশ হবার কথা নয়, তারা তো মুসলিম লীগের ধারাবাহিকতার মধ্যেই রয়েছেন।

রোববার (০৩ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সাবেক এই হুইপ এসব কথা বলেন। এরআগে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন সংসদের প্রধান হুইপ নূর ই আলম চৌধুরী। তার সেই প্রস্তাব সমর্থন করেন সদ্য সাবেক প্রধান হুইপ আ স ম ফিরোজ। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু করেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ। এছাড়া আলোচানায় অংশ নেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বেনজির আহমেদ, মেহের আফরোজ চুমকি প্রমুখ।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে শহিদুজ্জামান সরকার বলেন, আপনাদের যারা পূর্বসুরি, আপনাদের যারা মেন্টর, যাদের অনুসরণ করে রাজনীতি করেন, সেই মুসলিম লীগ ১৯৫৪ সালে তখন ৩১০টি আসনের তারা পেয়েছিল ৯টি আসন। মুসলিম লীগের অনুসারিরা আজকে বিএনপি নাম ধারণ করে রাজনীতি করছে। আপনাদের মেন্টররা পেয়েছিল ৯টি, আপনারা পেয়েছেন ৮টি, কাছাকাছিই তো আছেন।

তিনি বলেন, আপনাদের ধারাবাহিতা, সেই ধারাবাহিকতার মধ্যেই আছেন, হতাশ হবার তো কোন কারণ নেই। শুধু তাই নয় ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় তখন কাউয়ুম মুসলিম লীগ আর কনভেশন মুসলিম লীগ পেল ২ টা সিট, আর কাউন্সিল মুসলিম লীগ পেল ৭ টা সিট, সেই  ৯ সিটের বৃত্তের মধ্যেই তারা ঘোরাফেরা করছে। আজকে ৮টা সিট পেয়েছে বলে আমার কাছে হেরফের বলে মনে হয় নাই। কাজেই ইতিহাস থেকে শিক্ষা নিলে হতাশা থাকবার কথা নয়। বাংলার মানুষ শেখ হাসিনার জনকল্যাণ কর্মসুচির কারণে আওয়ামী লীগকে বিজয়ী করেছে।

 

এ সম্পর্কিত আরও খবর