আশ্রয়কেন্দ্র নির্মাণে অনিয়ম তদন্তেও অনিয়ম!

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-25 17:58:13

দেশের উপকূলীয় ঘূর্ণিঝড় ও বন্যাপ্রবণ এলাকায় আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজে অনিয়ম বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদীয় কমিটির সদস্যরা। গতকাল রোববার সংসদ ভবনে এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০তম সভার মুলতবি বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। পরে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজে ঘূর্ণিঝড়প্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করে কমিটি। সংসদ সচিবালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বাংলাদেশের খবরকে জানায়, বৈঠকে নাটোর-১ আসনের এমপি মো. শফিকুল ইসলাম শিমুল ও কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় এমপি আবদুর রহমান বদি প্রকল্পের প্রথম ধাপের ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণকাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। শিমুল অভিযোগ করেন, প্রকল্পের কাজে অনিয়ম বিষয়ে ওঠা অভিযোগগুলো ঠিকমতো তদন্ত করছে না মন্ত্রণালয়। আর এমপি বদির অভিযোগ, তার এলাকায় এ প্রকল্পের কাজের অনিয়ম তদন্তকারীরা কক্সবাজার না গিয়ে চট্টগ্রাম থেকেই ঢাকা ফিরে গেছেন। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ অন্য সদস্যরাও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রণালয় জানায়, আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ের আওতায় নির্মিত ১০০টি কেন্দ্রের কোনোটিতে এখনো সোলার প্যানেল বসানো হয়নি। সংযোগ সড়কও নেই ৮০টি আশ্রয়কেন্দ্রের। এর আগের বৈঠকে সচিব বলেছিলেন, আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ তিনিই তদারক করবেন। প্রকল্প পরিচালকসহ অন্যদের কোনো অবহেলা থাকলে সেটিও তদন্ত করবেন তিনি। গতকালের বৈঠকে আরো অংশ নেন কমিটির সদস্য বিএম মোজাম্মেল হক, বেগম মমতাজ বেগম ও এস এম জগলুল হায়দার। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে তদারক বৃদ্ধির তাগাদা দিয়ে কমিটি সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত অভিযোগ সম্পর্কে দ্রুত তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে মন্ত্রণালয়কে। অধিদফতরের বিভিন্ন কার্যালয়ে জনবল নিয়োগের জটিলতা নিরসনের পরামর্শ দিয়েছে কমিটি। এছাড়া সোলার সিস্টেম কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর