একুশে গ্রন্থমেলার তৃতীয় দিন ১৩৮টি নতুন বই

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-09 18:08:10

আজ বাঙালির প্রাণের অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিন। এদিন গল্প, উপন্যাস, প্রবন্ধ কবিতা মিলে নতুন বই এসেছে ১৩৮ টি। বইমেলার বিভিন্ন স্টলে এসব বই পাওয়া যাচ্ছে।

রোববার (৩ জানুয়ারি) বাংলা একাডেমির গণসংযোগ থেকে এ তথ্য জানানো হয়।

মেলায় আসা এসব নতুন বইয়ের মধ্যে গল্প গ্রন্থ ২০টি, উপন্যাস ২০টি, প্রবন্ধ ১৫ টি, কবিতা ২০টি গবেষণা চারটি, ছড়া আটটি, শিশুসাহিত্য ১০টি, জীবনী ছয়টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ছয়টি, বিজ্ঞান দুটি, ভ্রমণ তিনটি, ইতিহাস পাঁচটি, রাজনীতি তিনটি, চিকিৎসা তিনটি, রম্য একটি, অনুবাদ দুটি, সায়েন্স ফিকশন দুটিসহ আরও আটটি বই।

এছাড়া গ্রন্থমেলার মূলমঞ্চে ‘ঊনসত্তরের গণ অভ্যুত্থানের সুবর্ণজয়ন্তী’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে প্রবন্ধ উপস্থাপন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ।

প্রাবন্ধিক গোলাম কুদ্দুছ বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক উল্লেখযোগ্য ঘটনা ঊনসত্তরের গণ অভ্যুত্থান। বলা হয়ে থাকে ঊনসত্তর না হলে সত্তরের নির্বাচন হতো না। আর সত্তর না এলে একাত্তরের মুক্তিযুদ্ধও হতো না।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি এবং ছাত্রসমাজের সংগ্রামী ভূমিকার প্রতি আস্থা রেখে সর্বস্তরের মানুষ ঊনসত্তরের গণ অভ্যুত্থান ঘটিয়েছিল সুন্দর জীবনের আশায়।’

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিশিষ্ট ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশের জাতীয় ইতিহাসে উনসত্তরের গণঅভ্যুত্থান অত্যন্ত গুরুত্ববহ ঘটনা। মুক্তিযুদ্ধের এক বৃহৎ প্রস্তুতিপর্ব এই গণ অভ্যুত্থান। মুক্তিযুদ্ধের মর্ম অনুধাবন করতে হলে ঊনসত্তরের গণ অভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে আমাদের বিশদ বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।’

আলোচনায় আরও অংশ নেন নাট্যজন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ এবং অর্থনীতিবিদ ড. আতিউর রহমান।

এ সম্পর্কিত আরও খবর