শুরু হতে যাচ্ছে বাংলা অলিম্পিয়াডের ৮ম আসর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-31 03:24:03

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ ৮ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড ২০১৯।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটির (আরইউ) সাগর-রুনি মিলনায়তনে হোপ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

এ সময় হোপ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রোকসানা জারিন বলেন, 'ভাষার প্রতি মমত্ববোধ শ্রদ্ধা এবং দায়িত্বশীলতা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে ভাষার মাসে এমন একটি উদ্যোগ গ্রহণে। ভাষা একটি সংস্কৃতির বাহক, যা প্রতিটা দেশের শেকড়ের সাথে মিশে থাকে। তাই আমরা এই অলিম্পিয়াডের মাধ্যমে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের আমাদের দেশের শেকড় ও সংস্কৃতির সাথে যুক্ত করতে চাই।'

তিনি আরও বলেন, 'ইংরেজি মাধ্যমের হয়েও যাতে শিক্ষার্থীরা বাংলা ভাষা চর্চা বাদ না দেয় তার জন্য আমাদের এই প্রচেষ্টা। এই অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীরা নতুন করে বাংলা ভাষাকে জানতে ও বুঝতে শিখবে এই আমার বিশ্বাস।'

সংবাদ সম্মেলনে ৮ম আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড ২০১৯ এর সমন্বয়ক মোঃ মিজানুর রহমান বলেন, 'আমাদের বাংলা অলিম্পিয়াড আয়োজনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুল গুলোর শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষার চর্চা বাড়ানো। আমরা সেই লক্ষে ২০১১ সাল থেকে বাংলা অলিম্পিয়াড আয়োজন করে চলছি। গত বছর আমাদের বাংলা অলিম্পিয়াডে পুরো বাংলাদেশ থেকে ১০০ টি ইংরেজি মাধ্যম স্কুলের প্রায় ১৬০০ শিক্ষার্থী অংশ নিয়েছিল।' 


এ সময় বাংলা বাংলা অলিম্পিয়াডে উপদেষ্টাদের নাম উল্লেখ করেন। উপদেষ্টারা হলেন, বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুল ইসলাম ও হাসেম খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন, শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন, সরকারি সঙ্গীত কলেজের অধ্যক্ষ কৃষ্টি হেফাজ।

আগামী ২৩ ফেব্রুয়ারি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের উওরা ক্যাম্পাসে বাংলা অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে বলে জানিয়ে মোঃ মিজানুর রহমান বলেন, 'বাংলা অলিম্পিয়াডে মোট ৬ টি বিভাগে শিক্ষার্থীরা অংশ নিয়ে থাকেন। সেগুলো হচ্ছে, কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা নাচ, গান, ছবি আঁকা। যেখানে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন, আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত চট্টোপাধ্যায়, শিমুল মোস্তফা, আহকাম উল্লাহ, রুপা চক্রবর্তী, জনপ্রিয় গায়িকা, চন্দনা মজুমদার, চিত্রশিল্পী মলয় বালা, মিজানুর রহমান, শিশু সাহিত্যিক আহমেদ রিয়াজ সহ আরও অনেকে।'

এ সম্পর্কিত আরও খবর