রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে ইন্দোনেশিয়া

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 00:52:07

বহুপাক্ষিক কাঠামোর আওতায় রোহিঙ্গা সমস্যা সমাধানে আরো কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি (Retno Lestari Priansari Marsudi)।

সোমবার (০৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎকালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। ইন্দোনেশিয়ার মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারকে সহযোগিতার আশ্বাস দেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট বিষয়ে আলোচনা-এ মাসেই শুরু হচ্ছে জেনে উভয় মন্ত্রীই সন্তোষ প্রকাশ করেন। খুব শীঘ্রই চুক্তিটি চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বঙ্গবন্ধু স্যাটেলাইটে ক্যারিয়ার মনিটরিং সিস্টেম স্থাপনের জন্য ইন্দোনেশিয়ার সরকারের অনুমোদন ত্বরান্বিত করার জন্য ইন্দেনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন মোমেন। এ মনিটরিং সিস্টেম কার্যকর হলে বিভিন্ন দেশের জনগণ স্যাটেলাইট কেন্দ্রিক নানা ধরনের সুবিধা পাবে।

এ সম্পর্কিত আরও খবর