কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2024-09-09 10:08:11

কুমিল্লার হোমনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোমনা উপজেলার মুরাদনগর-হোমনা সড়কের রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে শফিউল্লাহ মিয়া (১৯) এবং একই উপজেলার সাতমোড়া গ্রামের আল-আমিন মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৭)।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে শফিউল্লাহ ও সোহাগ মোটরসাইকেলযোগে পাশের হোমনা উপজেলায় খেলা দেখতে যাওয়ার পথে (মুরাদনগর-হোমনা) সড়কের রঘুনাথপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই শফিউল্লাহর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

তবে দুর্ঘটনার বিষয়টি জানা নেই বলে জানান মুরাদনগর থানা পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর