বিমানের যাত্রীর লাগেজের ৬ অর্থ চোর শনাক্ত, মামলা

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-09-09 14:11:47

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীর লাগেজ থেকে অর্থ চুরি করা প্রতিষ্ঠানের কর্মীদের চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় বিমানের ৬ জন ট্রাফিক হেলপারকে শনাক্ত করা হয়েছে।

বিমান সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট বিমানের একজন যাত্রীর বিজি-৩৬৩ ঢাকা হতে চেন্নাই ভ্রমণ করেন। চেন্নাই পৌঁছে তিনি তার চেকড্ ব্যাগেজে রক্ষিত বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন। বিমানের নিরাপত্তা বিভাগ থেকে বিষয়টির ওপর প্রাথমিক তদন্ত করে ঢাকা স্টেশনে কর্মরত ৬ জন ট্রাফিক হেলপারকে চিহ্নিত করা হয়। জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

পরে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিমান নিরাপত্তা বিভাগ কর্তৃক ঢাকা বিমানবন্দর থানায় মামলা করা হয়। এই ৬ জনের মধ্যে ৫ জনকে থানায় সোপর্দ করা হয় এবং একজন পলাতক রয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি করা অর্থ দ্রুত উদ্ধার করার পর যাত্রীকে ফেরত প্রদান করা হবে।

বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদেরকে চেকড্ ব্যাগেজে মূল্যবান সামগ্রী, টাকা-পয়সা ও অলংকারাদি পরিবহনে নিরুৎসাহিত করে। এসব সামগ্রী চেকড্ ব্যাগেজে বহন না করে নিজের সঙ্গে হ্যান্ড ব্যাগেজে বহনের জন্য অনুরোধ জানানো হলো।

এ সম্পর্কিত আরও খবর