ফরিদপুরে সাংবাদিকদের সঠিক প্রতিবেদন করে পুলিশদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন নবাগত পুলিশ সুপার আব্দুল জলিল।
সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সুপার সম্মেলন কক্ষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মত বিনিময় সভায় এই সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।
এ সময় পুলিশ সুপার আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। মানুষকে সেবা দিতে চাই এবং সব সময় তাদের পাশে থাকতে চাই। তিনি আরো বলেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। এ জেলায় কোন অবৈধ কাজ হতে দিব না।
সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বলেন আপনারা সঠিক রিপোর্ট দিয়ে আমাদের সহায়তা করবেন করেন । আপনাদের সঠিক রিপোর্টের মাধ্যমে দেশ ও সমাজের উপকার হবে ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, পুলিশ পরিদর্শক (টিআই) তুহিন লস্কর, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান।
এছাড়া এই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, সিনিয়র সাংবাদিক জাহিদ রিপন, সাজ্জাদ হোসেন রনি , সঞ্জীব দাস , মাসুদুর রহমান তরুণ , শেখ মনির হোসেন ।