পাবনায় পরিত্যক্ত অবস্থায় ৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,পাবনা | 2024-09-09 18:17:05

পাবনার সদর ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাত ও দিনে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস রিলিজে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন রাজাপুর ক্যালিকো মেইন গেট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। পরে আটঘরিয়া থানার একদন্ত বাড়ইপাড়া গ্রামের মর্ডান কেজি স্কুলের পেছনে অভিযান চালিয়ে আরও একটি দেশীয় তৈরি চায়না রাইফেল উদ্ধার করা হয়। এছাড়া একই দিন রাতে পাবনা সদর থানার পুষ্পপাড়া গ্রামের মো. বাদশা মিয়ার লিচু বাগানে অভিযান চালিয়ে আরও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয় এবং অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে অস্ত্রধারী বা এর সাথে জড়িত কাউকে ধরতে পারেনি পুলিশ। অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর