ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহম্মাদকে তার পদ থেকে অবমুক্ত করেছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁইঞা একটি দপ্তর আদেশ জারি করে এই কর্মকর্তাকে অবমুক্ত করেছেন।
জানা গেছে দপ্তর আদেশে উল্লেখ করা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা পদে প্রেষণে কর্মরত আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে অবমুক্ত করা হলো।
ইতোমধ্যে এই দপ্তর আদেশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল বিভাগ, দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।