আজও কর্ণফুলী নদীর তীরে উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 15:39:42

কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনে অভিযানে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া নয়টায় কর্ণফুলী জেটি থেকে এ অভিযান শুরু হয়।

এর আগে সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সদরঘাট লাইটারেজ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল। সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা এ অভিযানে চার একর ভূমি দখলমুক্ত করা হয়েছে। এসব জায়গায় গাছ লাগানো হয়েছে। এর পাশাপাশি পিলার ও সর্তকতামূলক সাইনবোর্ড সাঁটানো হয়।

দ্বিতীয় দিনের অভিযানের নেতৃত্বে দেন পতেঙ্গা রেঞ্জের সহকারি ভূমি কমিশনার (এসিল্যান্ড) ও উচ্ছেদ কার্যক্রমের সমন্বয়ক তাহমিলুর রহমান ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান।

এ বিষয়ে তাহমিলুর রহমান সাংবাদিকদের জানান, আজ সকাল থেকে যথারীতি উচ্ছেদ অভিযান  শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ফেব্রুয়ারি) পর্যন্ত অভিযান চলবে।

উচ্ছেদ কার্যক্রমে নানা ধরনের হুমকি আসার কথা স্বীকার করলেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর