ডিএমপির এডিসি পদমর্যাদার ৪ কর্মকর্তার পদায়ন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-09-11 13:13:04

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তারা হলেন- ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক মিরপুর-তেজগাঁও বিভাগ) হিসেবে বদলীর আদেশপ্রাপ্ত মোহাম্মদ রাকিব খাঁনকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অ্যাডমিন) হিসেবে ডিএমপি'র মো. সাজ্জাদ হোসেনকে ডিএমপির অর্থ বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বাজেট) হিসেবে, গোয়েন্দা-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলামকে সদরদপ্তরে এবং গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমে পদায়ন করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ সম্পর্কিত আরও খবর