টরন্টো রুটে বাড়ছে বিমানের ফ্লাইট

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-09-11 15:37:40

ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে। সপ্তাহে দুটি ফ্লাইটের পরিবর্তে শীতকালীন সূচিতে তা এখন তিনটিতে উন্নীত করা হয়েছে।

বর্তমানে সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এই রুটে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে। এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বক ডিষ্ট্রিবিউশন চ্যানেলে বিক্রির জন্য ওই ফ্লাইটের টিকেটসমূহ উম্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবারের ফ্লাইটের যাত্রীদের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে এই রুটের ফ্লাইট পরিচালনা করে থাকে। যাত্রীরা বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, কল সেন্টার ১৩৬৩৬, বিমানের নিজস্ব সব সেলস সেন্টার ও এয়ারলাইন্সের অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট কিনতে পারবেন।

২০২২ সালের ২৭ জুলাই ঢাকা-টরন্টো রুটে ফ্লাইট শুরু করে বিমান। লাভজনক এই রুটটিতে যাত্রীদের পক্ষ থেকে অনেক দিন ধরে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি ছিল। তবে বিমানের বিগত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উড়োজাহাজ স্বল্পতা ও পাইলট স্বলতার দোহাই দিয়ে দীর্ঘদিনের দাবি সত্ত্বেও রুটটিতে ফ্লাইট বাড়াতে কোনো কার্যকরি উদ্যোগ নেয়নি। বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সাফিকুর রহমান দায়িত্ব নিয়েই লাভজনক এই রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিলেন।

এ সম্পর্কিত আরও খবর