বরিশালে ১ দিনের ব্যবধানে ফের পাওয়া গেল গ্রেনেড

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2024-09-11 16:19:49

বরিশালে এক দিনের ব্যবধানে আবারও একটি পরিত্যক্ত গ্রেনেডের সন্ধান পাওয়া গেছে। এটি উদ্ধারে সেনাবাহিনীর বিস্ফোরক অভিজ্ঞ ইউনিট কাজ করবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশাল নগরীর ফরেস্টার বাড়ি এলাকা থেকে গ্রেনেডটির সন্ধান পাওয়া যায়। এর আগে গত সোমবার একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার নাফিছুর রহমান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সকালে ৯৯৯-এ ফোনকলের মাধ্যমে তারা বিষয়টি জানতে পারে। এরপর পুলিশ ফরেস্টার বাড়ি এলাকা ঘিরে রাখে। পরে স্থানীয় পোস্টাল কলোনির দেয়াল ঘেঁষা এলাকায় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি দেখতে পায় পুলিশ। বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীকে জানানো হলে কিছুক্ষণ পর তারা এসে এলাকাটি ঘিরে রাখে।

পুলিশ কর্মকর্তা নাফিছুর রহমান আরও বলেন, সেনাবাহিনীর একটি বিস্ফোরক বিশেষজ্ঞ টিম এসে এটি নিষ্ক্রিয় করে উদ্ধার করবে। এরই মধ্যে সেনাবাহিনীর টিম ইউনিট গ্রেনেড স্থলে এসেছে। ধারণা করা হচ্ছে যৌথ বাহিনীর অভিযান এড়াতে কেউ এটিকে ফেলে গেছে।

এদিকে গোয়েন্দা শাখার বিএমপির উপপুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার বলেন, ‘ছাত্র আন্দোলনের সময় ওই এলাকাটিতে ব্যাপক সহিংসতা হয়েছিল। ওই সময় পুলিশ প্রচুর পরিমাণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ধারণা করা হচ্ছে, পুলিশের কাছ থেকে পড়ে যাওয়া অব্যবহৃত সাউন্ড গ্রেনেড এগুলো। তবে পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।

এ সম্পর্কিত আরও খবর