সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ হত্যার ঘটনায় মামলা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2024-09-11 17:08:13

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজশাহীর মতিহার থানায় নিহতের ভাই মো. বেহেস্তী এই মামলা করেন। এতে অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

নিহত আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেছেন, যা মতিহার থানায় রেকর্ড করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর