কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি হোটেলের কক্ষে বিশ্রামের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ'র মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সিলিটন নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফোনটি চুরি হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি জানান, দুপুরের দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার মোবাইল ফোনটি চুরি হয়েছে। পুলিশ তার ফোন উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলের মতবিনিময় সভায় এ বিষয়ে জানতে চাইলে হাসনাত আব্দুল্লাহ জানান, হোটেলে বিশ্রাম নেওয়ার সময় বেলা ১১টার দিকে স্যামসাং এস ২৪ সিরিজের মোবাইল ফোনটি চুরি হয়।
এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সমন্বয়ক জানান, পেকুয়া- চকরিয়ায় শহীদদের পরিবারের সঙ্গে দেখা করতে গতকাল যান হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন। কলাতলী জোনে একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানে কেউ একজন তার ফোন চুরি করে নিয়ে যায়।