প্লাস্টিকের বোতল ব্যবহার করবে না যেসব মন্ত্রণালয়

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-09-12 16:53:11

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ এবং নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন ও হালনাগাদ সম্পর্কিত দুটি নির্দেশনা প্রদান করেছে কয়েকটি মন্ত্রণালয়। এতে সভা, সেমিনার, ওয়ার্কশপসহ অন্যান্য প্রাত্যহিক ক্ষেত্রে প্ল্যাস্টিকে পানির বোতল ব্যবহার বন্ধের নির্দেশনা দেয়া হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এই নির্দেশনা অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

নির্দেশনাবলী জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ এবং তাদের অধীনস্থ দপ্তর, সংস্থা, কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া অফিস আদেশে বলা হয়েছে, মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন সকল সংস্থা, কোম্পানিসমূহের নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন (যদি না হয়ে থাকে) ও হালনাগাদ করে সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন গ্রহণপূর্বক স্ব-স্ব মন্ত্রণাল ও বিভাগে প্রেরণ করতে হবে।

ফাওজুল কবির খান দায়িত্ব নেয়ার পর বেশকিছু পরিবর্তন দেখা যাচ্ছে। প্রথম কর্মদিবসেই  বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর অধীনে চলমান কার্যক্রম স্থগিত করেছেন এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধিত) আইন, ২০২৩-এর ৩৪ক ধারায় সরকার কর্তৃক বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণের ক্ষমতা স্থগিত করা হয়েছে। যা সাধারণ জনগণ ও জ্বালানি বিশেষজ্ঞদের দীর্ঘদিনের চাওয়া ছিল। এ ছাড়াও তার মন্ত্রণালয়ের কৃচ্ছতা সাধনের উপর তাগিদ দিয়েছেন। এতে বলা হয়েছে সভার আপ্যায়ন ব্যয় এবং পরিবহণ খরচ কমাতে হবে। 

 

এ সম্পর্কিত আরও খবর