উপজেলা নির্বাচন: চট্টগ্রামে সরব আ’লীগ, নীরব বিএনপি

চট্টগ্রাম, জাতীয়

আবদুস সাত্তার, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-03 11:13:52

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগ সরব থাকলেও নীরব রয়েছে বিএনপি। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তবে এখনো দৃশ্যমান কোনো কর্মকাণ্ডে নেই বিএনপি।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী মার্চে মাসে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের রেশ না কাটতেই চট্টগ্রামে উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা বেশ জমে উঠেছে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় আলোচনার ঝড় বইছে এ নির্বাচন নিয়ে।

দলীয় মনোনয়ন কে পাবেন, বিএনপি আদৌ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, আওয়ামী লীগের টিকেট পাচ্ছে কে- এসব নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ।

তবে বিএনপি নির্বাচনেঅংশ গ্রহণ করবে কিনা, এ বিষয়ে নিশ্চিত না হওয়া গেলেও আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে তুমুল আলোচনা চলছে। আওয়ামী লীগের কাউন্সিলরদের দ্বারে দ্বারে ঘুরছেন সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

অনেকে বিভিন্ন সমাজিক অনুষ্ঠানে গিয়ে নিজের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন। কেউ কেউ নেতাকর্মীদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নিজের পক্ষে ভোট দিতে অনুরোধ করছেন।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, চট্টগ্রামের প্রত্যেক উপজেলা থেকেই আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর নাম ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে যার লবিং ভালো সেই মনোনয়ন পাবেন বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। তবে আওয়ামী লীগের বর্তমান উপজেলা চেয়ারম্যানরা মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এমনিই শোনা যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তাদের সমর্থকরা। আওয়ামী লীগ থেকে একাধিক মনোনয়নপ্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। নির্বাচন নিয়েআওয়ামী লীগের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হলেও এখনো নীরব বিএনপি।

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মাঠ পর্যায়ে সরব হয়ে উঠেছেন। বিশেষ করে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের অনেকে এমপি, জেলা ও উপজেলার শীর্ষনেতাদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বার্তা২৪.কমকে বলেন, ‘আওয়ামী লীগের বর্ধিত সভার মাধ্যমে প্রার্থীদের নাম উপজেলা পর্যায়ে চূড়ান্ত করে ঢাকায় পাঠানো হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রত্যেক উপজেলায় সরগরম চলছে।’

জানতে চাইলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘জাতীয় নির্বাচন যেতে না যেতেই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।’

জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। রাতের আধাঁরে ভোট চুরি করে নিয়ে যাচ্ছে। এতে বিএনপির নেতাকর্মীরা হতাশ। তাই কোনো নেতাই এ সরকারের অধীনে ভোট করতে আগ্রহী না।’

এ সম্পর্কিত আরও খবর