বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় আইএফসি কান্ট্রি ম্যানেজার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 06:47:42

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছেন ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের (আইএফসি) কান্ট্রি ম্যানেজার মিজ উইনডি ওয়ার্নার। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ প্রত্যাশার চেয়েও বেশি উন্নয়ন করেছে।’

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

এ সময় মিজ উইনডি ওয়ার্নার বাংলাদেশের বিমানবন্দরগুলোর সেবার মান উন্নত করার জন্য সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

জবাবে প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী আইএফসির পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাবের জন্য মিজ উইনডি ওয়ার্নারকে ধন্যবাদ জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশের বিমানবন্দর, বিমান পরিবহন ও পর্যটনের উন্নয়নে খুবই আন্তরিক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের বিমান বন্দরগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বিমানবন্দরগুলো দেশের অন্যতম প্রবেশদ্বার। কোনো মানুষ এদেশে প্রবেশ করেই দেশের সম্পর্কে ধারণা পান বিমান বন্দরের সেবার মান থেকে। বিমান বন্দরের সেবার মান উন্নত হলে দেশের ভাবমূর্তি বাইরের মানুষের কাছে ভালো হবে।

এ সম্পর্কিত আরও খবর