কুমিল্লায় বাস চাপায় শিশুসহ নিহত ২

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2024-09-14 16:37:20

ঢাকা-চট্টগ্রাম মহসড়কের কুমিল্লার বুড়িচংয়ে বাস চাপায় ২ পথচারী নিহত হয়েছে। নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রাচিয়া এলাকার আরব রহমানের স্ত্রী বৃদ্ধা রাজিয়া বেগম ও তার ৫ বছরের নাতি ইসমাইল হোসেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কের কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বেপরোয়া গতিতে আসা এশিয়া এয়ারকনের একটি বাস দুজনকে চাপা দেয়। এতে সড়কেই দুজন পিষ্ট হয়ে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, বাস চাপায় সড়কেই দুজন পিষ্ট হয়। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর