ময়ূর নদের তীরে অবৈধ দখল উচ্ছেদ শুরু

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-08-28 05:16:25

খুলনার ময়ূর নদের তীর ও উল্লেখযোগ্য ২২টি খালের উপর অবৈধ দখলদারদের বিরুদ্ধে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার গল্লামারী ব্রিজের পাশে ময়ূর নদসহ ২২টি খালের অবৈধ দখল উচ্ছেদ করতে অভিযান শুরু করে খুলনা সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। এ উদ্ধার অভিযান চলমান থাকবে।

অভিযানের সময় বুলডোজার দিয়ে কাঁচা ও পাকা অনেক স্থাপনা ভেঙে দেয়া হয়। একই সঙ্গে নদীর জায়গায় ভরাট করা মাটিও অপসারণ করা হয়।

আজ অভিযানকালে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি ও সেটেলমেন্ট অফিসের কর্মকর্তারাও যৌথভাবে দখলমুক্ত করার কাজে অংশ নেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে খুলনার জলাবদ্ধতা নিরসনে ময়ূর নদের দু’পাড়সহ ২২টি খালের উপর থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে এ অভিযান পরিচালিত হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর