খাগড়াছড়ির দীঘিনালায় ছড়ার পানিতে ডুবে সুমাইয়া আক্তার মারিয়া (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মারিয়া জয় কুমার কার্বারী পাড়ার বিল্লাল হোসেনের মেয়ে। ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ত সুমাইয়া।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে দীঘিনালার কবাখালী ইউনিয়নের জয় কুমার কার্বারী পাড়ায় এ ঘটনা ঘটে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে সুমাইয়া বাড়ির পাশে ছড়ায় গোসলে যায়। গোসলে নামার কিছুক্ষণ পর মরদেহ ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার সুগত চাকমা জানান, দুপুরে পানি ডোবা এক শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আনার পথে শিশুর মৃত্যু হয়।
এদিকে, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।