বরিশালে ১৬২ মন্ডপে শারদীয় দুর্গা পূজার আয়োজন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2024-09-18 01:04:58

শরতের কাশফুলের সাথে আকাশও জানান দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গা পূজা। প্রতিবছরের ন্যায় এবারও বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি দুর্গা পূজার আয়োজন চলছে আগৈলঝাড়া উপজেলায়। ওই উপজেলার ১৬২টি মন্ডপে ধুমধাপের সাথে শারদীয় দুর্গা পূজার আয়োজন শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক বিপুল দাস জানান, এ বছর উপজেলায় মোট ১৬২টি মন্ডপে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি শুরু হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন জানিয়েছেন, জেলা প্রশাসকের চাহিদানুযায়ি প্রেরিত তালিকায় মন্ডপের সংখ্যা ১৭১টি।

এরমধ্যে ছয়টি বাসন্তি পূজা এবং তিনটি জগদ্ধাত্রী পূজা মন্ডপের তালিকা রয়েছে। শারদীয় দুর্গা পূজা মন্ডপের সংখ্যা ১৬২টি।

প্রতিমা তৈরীর মৃৎ শিল্পী আগৈলঝাড়া উপজেলার শিহিপাশা গ্রামের পাল পাড়ার বাসিন্দা শিব শঙ্কর পাল, সুদেব পাল, জয়দেব পাল ও সঞ্জয় পাল জানিয়েছেন, অন্যান্য বছরের মতো এবছরও প্রতিমার আকার আয়তন ঠিক রেখেই প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষের পথে রয়েছে। এখন দো-মাটির কাজ শেষে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে প্রতিমার সৌন্দর্য্য।

পঞ্জিকা মতে, আগামী ২ অক্টোবর মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে বেঁজে উঠবে দেবী দুর্গার আগমনী বার্তা। ৮ অক্টোবর দেবীর বোধন, ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে দেবীর দুর্গার নবপত্র কল্পারম্ভ, ওইদিন মন্ডপে মন্ডপে বেঁজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসরের বাজনার শব্দ। ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাঅষ্টমী, ১২ অক্টোবর মহানবমী এবং ওইদিন রাতে দশমী বিহিত পূজা বিহীত সমাপনান্তে পরেরদিন দেবী বিসর্জনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে বিজয়া দশমী। এরইসাথে সমাপ্ত হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গা পূজা।

এ সম্পর্কিত আরও খবর