তারেক রহমানকে ফিরিয়ে এনে শাস্তির দাবি

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 11:16:19

জাতীয় সংসদ ভবন থেকে: সংসদ বিটের প্রতিবেদক থেকে সংসদ সদস্য হয়ে প্রথম বক্তৃতায় সবার নজর কাড়লেন সাংবাদিক নেতা জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান।

তিনি সংসদে বুদ্ধিজীবীদের সমালোচনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে একাদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় এসব কথা বলেন এই সাংবাদিক নেতা।

চাঁদপুর থেকে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে প্রথম বক্তৃতায় শফিকুর রহমান বলেন, ‘এই সংসদে আজ আমি প্রথম বক্তৃতা করছি কিন্তু এখানে না আসলেও চার দশক সংসদের প্রেস গ্যালারিতে রিপোর্টিং করেছি।’

শফিকুর রহমান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহু মামলায় দণ্ডিত হয়ে বিদেশে বসে জামায়াতের অর্থায়নে বিভিন্ন সভা সমাবেশ থেকে অরাজকতার নির্দেশ দিচ্ছেন। তাই যেকোনো উপায়ে তাকে দেশে ফিরিয়ে এনে তার দণ্ড ভোগ করানোর ব্যবস্থা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি ‘

তিনি বলেন, ‘তাকে ফিরিয়ে আনুন, তার বেয়াদবি আর সহ্য হচ্ছে না। শুনেছি, তারেক রহমান লন্ডনে বসে আঙ্গুলির হেলনে দেশে দল চালাচ্ছেন। তার নির্দেশ মতো দেশে বিএনপি ও জামায়াতসহ জোট কাজ করে চলছে।’

শফিকুর রহমান বলেন, ‘দেশে কিছু বুদ্ধিজীবী আছেন, তারা টক শোতে বলে ও লিখে উন্নয়নের বিপরীতে কথা বলেন। তারা তখন বলেছেন গণতন্ত্র ছাড়া উন্নয়ন হবে না। ২০১৮ সালে সুন্দর নির্বাচনে যখন প্রধানমন্ত্রী টানা তৃতীয় বার ও মোট চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তখন আর তাদের কথা-বার্তা ততোটা জোরে শোনা যাচ্ছে না। এসব বুদ্ধিজীবীদের এখন আর দেখা যাচ্ছে না।’

এ সম্পর্কিত আরও খবর