শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-09-19 13:01:13

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আটক হওয়া ওই যাত্রীর নাম মো. জাকির হোসেন। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছিলেন। 

বিদেশি মুদ্রাসহ যাত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গণসংযোগ কমকর্তা মো. ইব্রাহিম খলিল। তিনি বলেন, ‘আটক যাত্রীর কাছ থেকে সাত লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার আরব আমিরাতের দিরহাম উদ্ধার করা হয়েছে। এগুলোর মূল্যমান ২ কোটি ৪৪ লাখ টাকার সমান।’

বিমানবন্দর সূত্র জানায়, আটক ব্যক্তির বাড়ি লক্ষীপুরের রামগঞ্জে। তবে তিনি ঢাকার বংশালের শিক্ষাটুলিতে থাকতেন। এই যাত্রী ঢাকা বিমানবন্দর থেকে সকাল সাড়ে সাতটার ইউএস বাংলা এয়ারলাইনসের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট যোগে (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম বিমানবন্দরে আগমন করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানের ভেতরে ঢুকে ওই যাত্রীকে বৈদেশিক মুদ্রাসহ আটক করা হয়।

এই যাত্রী নিয়মিত মধ্যপ্রাচ্যে যাওয়া আসা করে পাচারকার্যে জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক হওয়ায় জাকির হোসেনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলার প্রস্তুতি নিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

এ সম্পর্কিত আরও খবর