অপরাধী যে-ই হোক বিচারের আওতায় আনা হোক: সমন্বয়ক কাদের

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-09-19 16:56:18

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, একজন মানুষকে চোর সন্দেহে আটক করে ভাত-টাত খাওয়ানোর পর দফায় দফায় পিটিয়ে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তার ফেসবুক প্রোফাইল থেকে করা এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

সমন্বয়ক কাদের বলেন, একজন মানুষকে চোর সন্দেহে আটক করেছে, সবকিছু নিবিরথিবির করে ভাত-টাত খাওয়ানোর পর দফায় দফায় পিটিয়ে ঠান্ডা মাথায় খুন করেছে।

এই দীর্ঘ সময়ে প্রশাসন কই ছিল? হল প্রশাসনের ভূমিকা কই?

সাংবাদিক মারফত শুনেছি, চারজন হাউস টিউটর শেষ সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তারপরে এমন নৃশংস হত্যাকাণ্ড কেমনে সংঘটিত হয়? অপরাধী যে-ই হোক, শীঘ্রই সিসি টিভি ফুটেজে সনাক্ত করে বিচারের আওতায় আনা হোক।

একই সাথে কোনো নিরপরাধ ব্যক্তি যেনো হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানাচ্ছি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফজলুল হক হলের এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলার প্রস্তুতি নিচ্ছে, আজই শাহবাগ থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ।

এ সম্পর্কিত আরও খবর