ভোলায় এক দফা দাবিতে নার্সদের বিক্ষোভ মিছিল

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ভোলা | 2024-09-19 18:32:35

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ-পূর্বক এসব পদে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগের একদফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে ভোলা জেলায় কর্মরত নার্সরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সদর হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সংস্কারের এক দফা দাবি বাস্তবায়নে সব স্তরের নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা গত ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। নার্স ও মিডওয়াইফদের প্রতিবাদ ও যৌক্তিক দাবি বাস্তবায়ন এর জন্য আন্দোলন করে যাচ্ছে।

এসময় সহকারী জেলা পাবলিক হেলথ নার্স নাসিমা আক্তার জানান, নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক পদগুলো নার্সদের জন্য। কিন্তু ওই পদগুলো আমলারা দখল করে রেখেছেন। তাদের দাবি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে নার্সদের পদায়ন করতে হবে।

আমরা চাই নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের অপসারণ করে সেই পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই আন্দোলন দীর্ঘায়িত হলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নার্সদের অভাবে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হতে পারে, যা দেশের সার্বিক স্বাস্থ্য খাতের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। তাই দ্রুত দাবি মেনে নেওয়ার দাবি জানান।

এ সম্পর্কিত আরও খবর