বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ নয়নের হাসপাতালে মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2024-09-21 12:11:57

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ৪৮ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর নয়ন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর কলাবাগান এলাকার একটি মোটর গ্যারেজের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (২০সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত নয়নের বাড়ি লালমনিরহাটের আদিতমারি উপজেলার দক্ষিণ গোব্দা পাড়া গ্রামে বলে জানা গেছে।

নয়নের শ্বশুর এরশাদুল ইসলাম বার্তা২৪.কমকে জানায়, গত ৪ আগস্ট সকালে নয়ন রাজধানীর কলাবাগানের একটি মোটর গ্যারেজে কাজ করছিলেন। এসময় ছাত্র-জনতার মিছিল তার গ্যারেজের সামন দিয়ে যাওয়ার সময়ে তিনি আন্দোলনে যোগ দেন। কিছু সময় পর শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলি নয়নের মাথায় এসে লাগে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ সেপ্টেম্বর সকালে মৃত্যুবরণ করেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর