বিএনপি ভাঙবে না, ঘুরে দাঁড়াবে: শওকত মাহমুদ

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-23 23:01:10

দলের দুঃসময়ের মাঝে তৃণমূল নেতাকর্মীরা শত নির্যাতন, নিহত ও পালিয়ে বেড়ালেও সরকারের প্রলোভনে আত্মসমর্পণ করেনি বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক শওকত মাহমুদ।

তিনি বলেছেন, ‘আমরা গর্ব করে বলতে পারি তৃণমূল নেতাকর্মীরাই আমাদের গর্ব ও প্রাণ। এই অহংকারে বলতে পারি আওয়ামী লীগ যতই বলুক বিএনপি কখনই ভাঙবে না, গণতন্ত্রের পুনরুদ্ধারে বিএনপির জায়গায় বিএনপি থাকবে। বিএনপি আবার ঘুরে দাঁড়াবে।’

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় চট্টগ্রামের নাসিমন ভবনে দলের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের সঙ্গে ঘরোয়া বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে মহানগর শাখার সহ-সভাপতি আবু সুফিয়ানসহ অনেক নেতাকর্মী উপস্থিত থাকলেও সদ্য কারামুক্ত নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে দেখা যায়নি।

উল্লেখ্য, একাদশ সংসদে নির্বাচনকে ঘিরে দলটির শত শত নেতাকর্মী গায়েবি মামলাসহ বিভিন্ন নির্যাতনের অভিযোগ জানিয়ে আসছে। দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দূরত্বের জেরে নির্বাচনের আন্দোলনের ফসল ঘরে তুলতে ব্যর্থ হয় বলেও দাবি ওঠে। একই সঙ্গে নতুন করে করণীয় বিষয়ে মির্জা ফখরুল, স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য দল পুর্নগঠনে সরব হন। এমন পরিপ্রেক্ষিতে দলের বোঝাপড়া নির্ধারণে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ছয় দলের একটি প্রতিনিধি দল চট্টগ্রামে আসে।

বৈঠকে আলোচনার পূর্বে শওকত মাহমুদ সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘সরকারের মিডনাইটে কারচুপির মাধ্যমে ইলেকশনে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। জনগণকে ভোটাধিকার থেকে দূরে রেখে, পোলিং এজেন্টদের গ্রেফতার করে পৃথিবীর ইতিহাসে কলঙ্কের নির্বাচন উপহার দিয়েছে। নির্বাচনে শত শত নেতাকর্মী আহত, এলাকা ছাড়া ও গায়েবি মামলার গ্রেফতার হয়েছেন। তাদের বিষয়ে খোঁজ-খবর নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এখানে পাঠিয়েছেন। কারণ তারেক রহমান নির্দেশ দিয়েছেন তৃণমূল নেতাকর্মী সোজা হয়ে দাঁড়ালে, বিএনপি দাঁড়াবে। এই লক্ষে মহানগর থেকে শুরু করে পর্যায়ক্রমে সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলব। ইনশাআল্লাহ, একদিন বিএনপি ঘুরে দাঁড়াবে।’

বৈঠকে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রাণবন্ত ও খোলা মন নিয়ে কথা বলার আহ্বান জানানো হয়। বিকেলে একই সঙ্গে দক্ষিণ জেলা বিএনপির সাথে বৈঠকে কথা রয়েছে শওকত মাহমুদের। নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান সভাপতিত্বে বৈঠকে নগর বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ওয়ার্ড ও মহিলা দলের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের মধ্যে দলটির নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক তাকদীর হাসেন জসিম, ধর্মবিষয়ক সম্পাদক গোণেশ, নির্বাহী কমিটির সদস্য হাসানুর রশিদ, মাহফুজুর রহমান রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর