পুলিশের এসআই কারাগারে

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-24 23:28:35

ইয়াবা ব্যবসার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হওয়া পুলিশের এসআই খন্দকার সাইফ উদ্দিনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

খন্দকার সাইফ উদ্দিন নগরের বাকলিয়া থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দায়েরকৃত এক মামলার আসামি তিনি।

বুধবার (৬ ফেব্রুয়ারি) পলাতক থাকার পর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে চট্টগ্রাম মহানগর হাকিম সরওয়ার জাহান তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ৩০ জুলাই দিবাগত রাতে নগরীর বাকলিয়া থানার পশ্চিম বাকলিয়া এলাকার একটি বাসা থেকে ৪ হাজার ১০০ পিস ইয়াবা বড়ি জব্দ করে র‌্যাব। এ সময় পুলিশের সোর্স নাজিম উদ্দিন ওরফে মিল্লাতকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ওই বাসা থেকে পুলিশের ইউনিফর্ম, মাদক বিক্রির ২ লাখ ৩১ হাজার টাকা এবং একটি মোটরসাইকেলও জব্দ করে র‌্যাব ।

এ ঘটনায় র‌্যাব-৭ চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক নাজমুল হুদা বাদী হয়ে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এতে গ্রেফতার হওয়া নাজিম ও পলাতক এসআই সাইফকে আসামি করা হয়। এরপর সাইফ উদ্দিনকে নগর পুলিশ কমিশনারের নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়।

এ সম্পর্কিত আরও খবর