যেখানে মাদক, সেখানেই অবৈধ অস্ত্র: আইজিপি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-21 15:54:06

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, `যেখানে মাদক আছে, সেখানেই অবৈধ অস্ত্র আছে। মাদক আর অবৈধ অস্ত্র হাত ধরাধরি করে চলে।’

বুধবার (৬ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে পুলিশের বিভিন্ন ইউনিটের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ‘পুলিশের যে সকল ইউনিট মাদক উদ্ধারে প্রথম-দ্বিতীয় হয়েছে। সেসব ইউনিট আবার অস্ত্র উদ্ধারে প্রথম-দ্বিতীয় হয়েছে। সেক্ষেত্রে বলতে পারি, মাদক ও অস্ত্র হাত ধরাধরি করে চলে। যেখানেই মাদক আছে সেখানেই অবৈধ অস্ত্র আছে।’

আইজিপি বলেন, ‘মাদক একটি নীরব ঘাতক। এটি আজ আমাদের জাতীয় সমস্যা। মাদককে সামাজিকভাবে মোকাবেলা করতে হবে। তাই এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘২০১৮ সালে মাদক সংক্রান্ত এক লাখ ১২ হাজার মামলায় এক লাখ ৫০ হাজার আসামি গ্রেফতার করা হয়েছে। তাছাড়া আনুমানিক এক হাজার ৬৩৯ কোটি ৭০ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে।’

মাদক নির্মূল অভিযান অব্যাহত রাখাসহ পুলিশি তৎপরতা আরো বৃদ্ধি করা হচ্ছে বলেও জানান পুলিশ প্রধান।

এ সময় পুলিশ প্রধান, পুলিশ সদস্যদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার সত্যতা পাওয়া গেলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

জঙ্গিবাদ নিয়ন্ত্রণ প্রসঙ্গে আইজিপি বলেন, ‘জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পুলিশ উচ্চমাত্রায় কমিটমেন্ট দেখিয়েছে। এ অর্জন ধরে রাখতে হলে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।’

এর আগে মাদক ও অস্ত্র উদ্ধারে সাহসী ভূমিকা পালনের জন্য ৫১৪ জন পুলিশ সদস্যকে ‘আইজিপি ব্যাজ’ পরিয়ে দেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর