সাবেক আইজিপি আল মামুন ৪ দিনের রিমান্ডে

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-09-24 10:03:57

রাজধানীর শাহবাগ থানার একটি হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের জন্য আবেদন করেন শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক।

এছাড়া রাজধানীর শেরেবাংলা নগর থানার অপর একটি হত্যা মামলায় তাকের গ্রেফতার দেখানোর আবেদন করেন শেরেবাংলা নগর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আনিসুর রহমান।

এসময় তার আইনজীবী শাহবাগ থানার মামলায় রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত শাহবাগ থানার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় উল্লেখ করা হয়, বাদীর আপন ছোট ভাই মোহাম্মদ ইসমামুল হক (১৬) বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অংশ নেই। সকাল অনুমান সাড়ে ১১ টা দিকে মিছিল নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় চাঁনখারপুলের কাছে পৌছালে পুলিশের গুলিতে নিহত হন।

এ ঘটনার নিহতের ছোট ভাই মো. মুহিবুল হক বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন।

নিহত ইসমামুলের বাড়ি চট্টগামের লোহাগড়া থানার দর্জিপাড়া আমিরাবাদ গ্রামে। তার পিতার নাম নুরুল হক ও মায়ের সাহেদা বেগম।

এ সম্পর্কিত আরও খবর