মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে দুইজনই নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বায়রা এলাকায় ধলেশ্বরী নদীতে এ ঘটনাটি ঘটে।
নিখোঁজ মহিদুর রহমান সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর এলাকার মৃত আবেদ খানের ছেলে। এদিকে মহিদুর রহমানের মেয়ে রাফা আক্তার (১১) নামের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছাত্রীও নিখোঁজ রয়েছে।
সিংগাইর ফায়ার সার্ভিসের লিডার রতন আলী বলেন, সকাল ৭ টার দিকে মেয়ে রাফা কে বোতল দিয়ে সাঁতার শেখাতে ধলেশ্বরী নদীতে যায় মহিদুর রহমান। পেটে দুটি বোতল বেধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছুসময় পর মুখ খুলে বোতলে পানি ঢুকলে রাফসা তলিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোজ হন।
পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুর রহমানও নিখোঁজ হয়। আরিচা স্থল কাম নদী বন্দর ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসেছে উদ্ধার করতে এবং এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।