বেনাপোল সীমান্তে আড়াই কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2024-09-25 17:36:21

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে আড়াই কোটি টাকা মূল্যের ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫ পিস সোনারবারসহ কদম আলি (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যেরা।

আটক কদম আলি বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আজিজুর রহমানের ছেলে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে বেনাপোল পোর্টথানাধীন বেনাপোল কাঁচা বাজারে অভিযান চালিয়ে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি তাকে আটক করে। পরে শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে এসব উদ্ধার করা হয়।

৪৯ বিজিবি ব্যাট্যালিয়নের অধিনায়ক লেঃ সাইফুল্লাহ সিদ্দিকি জানান, গোপন সংবাদে বিজিবি জানতে পারে সীমান্ত পথে ভারতে সোনার একটি চালান পাচার হবে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এক সোনা পাচারকারীকে আটক করে। এ সময় তার কাছে থেকে ৫টি সোনারবার পাওয়া যায়। উদ্ধারকৃত সোনারবারের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে সোনাপাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে মাহাফুজ মোল্লা নামে একজনকে ৪ কেজি ৫৫৭ গ্রাম ওজনের ১৯টি সোনারবার আটক করেছিল বিজিবি।

এ সম্পর্কিত আরও খবর