দুর্নীতির সাথে জড়িত পল্লী বিদ্যুৎ অফিসের ৪ উচ্চপদস্থ কর্মকর্তা চিহ্নিত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 03:08:57

দুর্নীতির সাথে জড়িত ঢাকা পল্লী বিদ্যুৎ অফিসের ৪ উচ্চ পদস্থ কর্মকর্তাকে চিহ্নিত করেছে দুদক। গ্রাহকদের জিম্মি করে ঘুষের বিনিময়ে কাজ করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকার নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে অভিযান চালিয় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা দল।

বুধবার( ৬ ফেব্রুয়ারি) দুদক মহাপরিচালক(প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর অধীন পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, কেরানীগঞ্জ -এ অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম।

সরেজমিন অভিযানে দুদক টিম দেখে, নতুন সংযোগ প্রদান, মিটার প্রাপ্তিসহ বিভিন্ন কাজে দালাল ছাড়া কর্মকর্তারা কোন কাজ করেন না, ফাইল নিয়ন্ত্রণ করে দালালরা।অভিযানকালে ছদ্মবেশে গ্রাহক সেজে দুদক কর্মকর্তারা দুই দালালকে হাতেনাতে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের নিকট হস্তান্তর করে।এসময় দুদক টিমের উপস্থিতিতে দুই দিনের অভিযানে দালালদের সাথে যোগসাজশকারী জিএম, ডিজিএমসহ ০৪ জন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়।

এ সম্পর্কিত আরও খবর