ছেলের জন্মদিনে বাবা-মায়ের রক্তদান

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-22 11:21:59

আলী ইউসুফ ও কোহিনূর আক্তার দম্পতির তিন ছেলের মধ্যে সবার ছোট রুহিন। আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) ৬ বছরে পা রেখেছে সে।

তবে সবাই যেখানে জন্মদিনে বিভিন্ন আয়োজন করে তা উদযাপন করে থাকেন, সেখানে ব্যতিক্রম এ দম্পতি। এ দিনটিতে এক সঙ্গে রক্তদান করে ছেলের জন্মদিন উদযাপন করেছেন তারা।

শুধু তাই নয়, যৌথভাবে তারা পূরণ করে ফেলেছেন রক্তদানের ‘হাফ সেঞ্চুরি’। যার মধ্যে আলী ইউসুফ রক্তদান করেছেন ৪৬ বার ও তার স্ত্রী কোহিনূর ৪ বার।

ছেলের জন্মদিনে রক্তদান করতে পেরে অত্যন্ত খুশি এ দম্পতি। তারা জানান, আজকের এই বিশেষ দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত শূন্যতায় আক্রান্ত মুমূর্ষু এক নারী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক শিশুকে রক্তদান করেছেন তারা।

আলী ইউসুফ বলেন, ‘রক্তদানকে পারিবারিকভাবে উৎসাহিত করতেই এ উদ্যোগ। আমার ইচ্ছা পুরো পরিবারকে নিয়ে এক সঙ্গে রক্তদান করব।’

ময়মনসিংহ শহরের বাসিন্দা আলী ইউসুফ একজন সমাজকর্মী ও ব্যবসায়ী এবং তার স্ত্রী কোহিনূর আক্তার একজন গৃহিণী।

তাদের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি মমিনুর রহমান প্লাবন জানান, তাদের দেখে অন্যান্যরাও যদি এ উদ্যোগ গ্রহণ করে তাহলে রক্তদানের ক্ষেত্রে সকলে পরিবার থেকেই সচেতন ও উৎসাহী হবে।

এ সম্পর্কিত আরও খবর