তিস্তায় পানি বাড়ায় নেই পর্যটক, মাঝিদের মাথায় হাত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2024-09-29 14:41:46

টানা তিনদিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় নেই পর্যটক। সারাদিন নৌকায় পর্যটকদের ঘুরিয়ে মাঝিরা ৫০০-৭০০ টাকা রোজগার করতো। পর্যটক না থাকায় দিন এনে দিনে খাওয়া মাঝিদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, তিস্তা নদীর পানি বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির জলরাশি আর ঢেউয়ের শব্দ শোনার পাশাপাশি তিস্তার পাড়ে বসে জাল বুনছেন নৌকার মাঝিরা।

পর্যটক কম আসা ও পানি বৃদ্ধির কারনে তিস্তার ধারে নৌকা বেঁধে রেখেছেন তারা। অনেকে আবার অবসর সময় পেয়ে নৌকা মেরামতের কাজও করছেন।

নীলফামারীর ডিমলার চর অঞ্চলের বাসিন্দা নৌকার মাঝি আব্দুর রাজ্জাক জানান, পর্যটক আসলে দিনে যে টাকা পাই সেই টাকায় আমিসহ পরিবারের ছয় সদস্য ডাল-ভাত খেয়ে থাকি। কয়েকদিনের বৃষ্টিতে তিস্তা নদীতে পানি খুব বেড়েছে মানুষ ভয়ে নৌকায় উঠছে না। আজ সারাদিন এক টাকাও রোজগার করতে পারিনি।

আরেক নৌকার মাঝি হাসান আলী বলেন, আমার বাড়ি তিস্তার চরে। পানি বৃদ্ধি পাওয়ায় বাড়িঘরে পানি উঠেছে। আমি নৌকা চালিয়ে দিন এনে দিন খাই, কিন্তু গত কয়েকদিন ধরে নৌকা চালাতে পারছি না, খুব কষ্টে আছি। বাড়ি-ঘরে পানি উঠার কারনে সেখানেও ভালোভাবে থাকা যাচ্ছে না। আজকে বাড়ির চাল শেষ হবে। তারপর কি খেয়ে থাকব বলতে পারছি না।

এ সম্পর্কিত আরও খবর