চট্টগ্রামে ১ দিনে ডেঙ্গু আক্রান্ত ৫৪ জন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-09-29 18:46:40

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। তবে এইদিন এ রোগে কেউ মারা যাননি।

রোববার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১০ জন রোগী। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।

চট্টগ্রামে জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩৯ জন। এর মধ্যে গত আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত ছিল ২০২ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১০ জন।

এ সম্পর্কিত আরও খবর