জাহালমের ঘটনা অত্যন্ত দুঃখজনক: আইনমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 00:17:36

দুদকের মামলায় টাঙ্গাইলের বাসিন্দা জাহালমের বিনা অপরাধে তিন বছর কারাভোগের ঘটনাকে দুঃখজনক নিন্দনীয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক উপদেষ্টা এসএস. সোকো এশাকে ডাব্লিউ এর নেতৃত্বাধীন পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি  মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘জাহালমের বিষয়ে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। দুদক বিষয়ে যে তদন্ত কমিটি করেছে, আমি আশা করি তারা সুষ্ঠু তদন্ত করে রিপোর্ট পেশ করবে এবং মানুষের আস্থা আর্জন করবে।’

তিনি বলেন, ‘জাতীসংঘের মানবাধিকারবিষয়ক উপদেষ্টাকে জানানো হয়েছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে তড়িঘড়ি করে তার সমাধান করা হয়। বাংলাদেশ এসব ঘটনায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়।

রোহিঙ্গা ইস্যুতে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না- সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ বিষয়ে কোনো আলোচনা হয়নি।’

এ সম্পর্কিত আরও খবর