ময়মনসিংহের ত্রিশালের ধলা রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হওয়া আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সামনের ৪টি (এসি) বগি নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে গেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত পৌনে এগারোটার দিকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে ঢাকা ময়মনসিংহ রেললাইনের ধলা রেলস্টেশনে এলাকার রাত ৯টা ২১ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির পাওয়ার কারের ৪টি চাকা লাইনচ্যুত হয়। পরে ট্রেনটির ১৬টি বগির মধ্যে পাওয়ার কারসহ ১২টি বগি রেখে সামনের ৪টি (এসি) বগি নিয়ে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ধলা স্টেশন ছেড়ে যায়। তবে ট্রেনটিতে কোন যাত্রী ছিলো না দুর্ঘটনার পরপরই যাত্রীরা নেমে বিকল্প পথে যার যার গন্তব্যের উদ্দেশ্য চলে যায়। এ ঘটনার কোন যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি।
উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় আরও বলেন, এ ঘটনায় ঢাকা -ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ইতিমধ্যে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে রওনা দিয়েছে। আশা করছি খুব দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।