সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করার দাবি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-29 18:59:35

সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতি বছর সড়কে হাজার হাজার মানুষ আহত ও পঙ্গু হচ্ছে। এ সড়ক দুর্ঘটনা নিয়ে এখন জনগণের মনে আতঙ্ক বিরাজ করছে। কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।'

এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনা কে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে দূরত্ব এ সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান। বক্তারা আরও বলেন, 'সড়ক রেল ও বিমান দুর্ঘটনা এ দেশে বে‌ড়েই চলে‌ছে। সাধারণ যাত্রীদের অধিকার নিশ্চিত করতে সভ্য ও শৃঙ্খল জাতি হিসেবে গড়ে তুল‌তে সড়ক দুর্ঘটনা সমাধান খুবই জরুরি।'

সংগঠনের আহ্বায়ক মশিউর বাবুর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও' আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, শিক্ষক নেতা অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া, মোঃ রজব আলী, মোহাম্মদ শামসুদ্দীন, সংগঠনের সদস্য সচিব আরমান হোসেন পলাশ সহ আরও অনেকে।

এ সম্পর্কিত আরও খবর